নিউজ ডেক্স : ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সোয়া দুইটার দিকে শহরের মেড্ডা সবুজবাগ এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে সবুজবাগ এলাকার একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুয়েকদিন আগে নবজাতকটি ভূমিষ্ঠ হয়। এরপর রাতের আঁধারে কেউ পুকুরপাড়ে মরদেহটি ফেলে রেখে গেছে।