______অধ্যক্ষ আবদুল খালেক ______
প্রিয় জন্ম ভূমি দেশ জুড়ে আজ,
চলছে এক ভয়াবহ ক্রান্তিকাল।
দেশে নয় শুধু পূরো বিশ্বের সবাই,
করোনার থাবায় আতংকিত ও বেসামাল।
ছোঁয়াছে সংক্রামক ভাইরাস করোনা,
তাই সংক্রমনের ভয়ে তটস্থ মানবকূল।
অসহায় মানুষের আজ বাঁচার আকুতি,
মজুদ করতে মন চায় কিছু সম্বল।
কয়েকদিনের আহারের মানসে,
মানুষ কিনছে দরকারী মালামাল।
অসাধু কতক ব্যবসায়ী সুযোগমত,
দাম বাড়াতে ছিল ব্যস্ত সকাল-বিকাল।
আল্লাহকে ভয় না করে নিজেকে বাঁচাতে,
অধিকাংশ মানুষ হচ্ছে চরম ব্যাকুল।
কেউবা আবার পীরের কথায়,
থানকুনি পাতায় করেছে বিশ্বাস বিশাল।
স্বপ্নে পাওয়া ঔষধ নিয়ে ধান্ধাবাজি,
প্রচার আর দালালিতে ব্যস্ত একদল।
ভ্রান্ত এসব পদদলে সোজা পথে,
রবের কাছে করো তওবা হয় যেন কবুল।
বিরত হও আছে পাপের যত কাজ,
করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল।
সাথে থাকবে সাবধানতা,
হাত ধুতে আর মাস্ক পরতে হয়না যেন ভুল।
ঘর হতে বের হবে না, থাকবে মিটার দূরত্বে,
করলে বিপদ হতে পারে আড্ডা কোলাহল।
চলুন সবাই আশ্রয় চাই মহান রবের কাছে,
সকল বিপদ থেকে বাঁচান যিনি চিরকাল।