নিউজ ডেক্স : পটিয়ার ভেল্লাপাড়া ক্রসিংয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালক মো. মহিউদ্দিন (২৫) নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার কে জানান, বাঁশখালীর কালীপুরের নুরুল ইসলামের ছেলে মহিউদ্দিন সিএনজি অটোরিকশার জন্য গ্যাস নিতে পটিয়ার দিকে যাচ্ছিলেন। পটিয়ার ভেল্লাপাড়া ক্রসিংয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিউদ্দিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয় সকাল ছয়টা ৫০ মিনিটে। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-সিটিজি টাইমস