নিউজ ডেক্স : পটিয়ায় মালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমজুরহাট মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল (২৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শাহজাহান মিয়ার ছেলে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, গৃহনির্মাণ সারঞ্জামাদি নিয়ে ট্রাকটি পটিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। উপজেলার আমজুরহাট মোড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে একজন নির্মাণ শ্রমিক নিহত হন। তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।