এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এক্স-নোহা গাড়িতে করে পাচারকালে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এই সময় ২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের কাঞ্জরপাড়ার বরিশর আহম্মেদের পুত্র মো. হাকিম উদ্দিন (২৩) ও একই ওয়ার্ডের নয়াপাড়ার সব্বির আহম্মদের পুত্র খলিলুর রহমান (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখি একটি এক্স-নোহা গাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় গাড়ির ভেতর কৌশলে রাখা ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত এক্স-নোহা গাড়িটি। অভিযানের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা একই ইউনিয়নের মো. ফারুক (২৫) ও মো হারুন (২৫) নামে দুইব্যক্তি কৌশলে পালিয়ে গেছে। তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।