- Lohagaranews24 - http://lohagaranews24.com -

নোনা জলে

09

______নাছির উদ্দীন______

যখন আমায় পড়বে মনে তোর
বেলা শেষে নামবে আঁধার ঢলে
জীবন স্রোতে না আসিবে ভোর
খুঁজবি সেদিন চোখের নোনা জলে।

জ্বলবে যখন আকাশ প্রদীপ নীলে
চাঁদের আভা বিলিয়ে তেপান্তর
আমার কথা বলবি সবাই মিলে
খুঁজবি সেদিন আমায় নিরন্তর।

চাঁদের ছবি পড়বে যখন জলে
তরঙ্গ তে ছিটাই রশ্মিপাত
রইবো পড়ে স্মৃতির চাপা তলে
করিস তোরা আমায় দৃষ্টিপাত।

হাসনা হেনার গন্ধ যখন রাতে
নিঃশ্বাসে তোর ছুঁয়ে যাবে বুক
কলম তুলে নিস বেদনার হাতে
স্মৃতিচারণ করবি যতো সুখ।

জোনাকি পোকা ধরবে যখন ঘিরে
পথ হারিয়ে চুলের খোপায় মিশে
পাবে সেথায় ক্ষণিক আমায় ফিরে
ঝিঁঝি পোকার করুণ সুরের শীষে।

তখন কি তুই বলবি কারো ডেকে
কার লাগি তোর উদাসিনী মন
হাসির চলে কষ্ট রাখিস ঢেকে
কেউ কাহারো নয় রে আপনজন।