নিউজ ডেক্স : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (১২ মার্চ) দুপুর ২টার ২০ মিনিটে কাঠমান্ড ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।
নেপালের হিমালয়ান টাইমস ও কাঠমান্ড পোস্টসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ল্যান্ড করার পূর্বেই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন।
টিআইএ’র মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের বরাত দিয়ে কাঠমান্ড পোস্ট জানিয়েছে, টিআইএ’র ও নেপালে সেনাবাহিনীর উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।