নিউজ ডেক্স : নগরে বায়েজিদ লিংক রোডে মো. ফোরকান (৬০) নামে এক পথচারীকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়েছে। ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে আসা ইউনাইটেড ট্রাভেলস পরিবহনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়। এসময় পথচারী ফোরকানকে চাপা দেয় বাসটি। বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ধাক্কা এক পথচারীর মৃত্যু হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। -আজাদী