Home | দেশ-বিদেশের সংবাদ | নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

নিউজ ডেক্স : পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনেও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ওপরে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা অবরোধ শুরু করে। তারা রাস্তায় অবস্থান করছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে। তাদের দাবি নিরাপদ সড়ক। তাদের ৯ দফা দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলবে।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল আজ তারা নামবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে যথেষ্ট পুলিশ উপস্থিত রয়েছে। বাংলানিউজ  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!