Home | ব্রেকিং নিউজ | নিরাপদ খাদ্য আইনে প্রাণ ডেইরীকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড

নিরাপদ খাদ্য আইনে প্রাণ ডেইরীকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড

pm-201911281244371

এলনিউজ২৪ডটকম : নিরাপদ খাদ্য আইনে একটি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড করেছে আদালত। চট্টগ্রামের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুস্মিতা আহমেদ গত ১২ নভেম্বর এই রায় দেন। আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জুলাই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা করা হয়েছিল। দন্ডিত প্রতিষ্ঠান হচ্ছে প্রাণ ডেইরী লিমিটেড।

জানা গেছে, চলতি বছর ৩ জুলাই লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁন হাট ও চুনতি বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ নিম্নমানের প্রাণ প্রিমিয়াম ঘি জব্দ করেন লোহাগাড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। এরপর ২০ জুলাই বাদী হয়ে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন তিনি। মামলায় প্রাণ ডেইরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লোহাগাড়ার পরিবেশক মোঃ নুরুল আবছারকে অভিযুক্ত করা হয়। গত ১২ নভেম্বর মামলার শুনানিতে আদালত প্রাণ ডেইরী লিমিটেডকে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ৬ লক্ষ টাকা অর্থদন্ড করেন।

উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী জানান, বিভিন্ন অভিযোগে আরো ৫টি মামলা আদালতে চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!