নিউজ ডেক্স : ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে মো. শফি (৩৫) নামে এক ফার্নিচার মিস্ত্রি আত্মহত্যা করেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার সিএমবি রোডের বেসিক ফার্নিচার ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। শফি ভোলার চরফ্যাশন থানার মতলব সর্দার বাড়ির মো. মালেকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ফার্নিচার তৈরির কারখানার দোতলায় ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে এক ফার্নিচার মিস্ত্রি আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি বলেও জানান তিনি। -বাংলানিউজ
