নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ অনার্সে (সম্মান) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না। বিশ্ববিদ্যালয়ের ৫০৫তম সিন্ডিকেট সভায় এ সুযোগ বাতিল করা হয়েছে। মঙ্গলাবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।
তিনি জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে একবারই ভর্তি পরীক্ষা দিতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার পদ্ধতি পরিবর্তন করে মেধা তালিকা অনুযায়ী অনলাইনে বিষয় নির্ধারণ করে দেয়া হবে। এ লক্ষ্যে ডিজিটাইলাইজেশনের কাজ চলছে।