নিউজ ডেক্স : চট্টগ্রামের ষোলশহর এলাকার কর্ণফুলী কমপ্লেক্সের একটি দোকানের মেঝের নিচ থেকে এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৮ মে) বিকেলে ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সের ‘মেসার্স খাজা স্টোর’ থেকে এসব তেল জব্দ করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রমজান থেকে ভোজ্যতেল নিয়ে নানা সমালোচনা চলছে। বাজারে কৃত্রিম সংকটও রয়েছে। বাজারের সয়াবিন তেলের সংকট হওয়ার বিষয়টি তদারকি করতে রোববার বহদ্দারহাট কাঁচাবাজার ও কর্ণফুলী মার্কেটে অভিযান চালাই। অভিযানে কর্ণফুলী মার্কেটের খাজা স্টোর নামে একটি দোকানটির মেঝের নিচ থেকে এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এরমধ্যে ফ্রেশ, রূপচাঁদা, পুষ্টিসহ বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল রয়েছে।
ফয়েজ উল্যাহ বলেন, অবৈধভাবে তেল মজুতের অপরাধে খাজা স্টোরের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত সয়াবিন তেল ক্রয় রশিদ দেখে আগের দামে খুচরা দোকানে বিক্রি করা হয়েছে। -জাগো নিউজ