ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দেড়শ জনের কম হাজি পাঠাতে পারবে না কোনো হজ এজেন্সি

দেড়শ জনের কম হাজি পাঠাতে পারবে না কোনো হজ এজেন্সি

hajjflite_1318_297241_78720

নিউজ ডেস্ক : গত বছরের মতো এবারও হজে দেড়শ জনের কম হাজি পাঠাতে পারবে না কোনো হজ এজেন্সি। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

সৌদি আরবে কর্মরত ধর্ম মন্ত্রণালায়ের কাউন্সিলর মো. মাকসুদুর রহমান এ ব্যাপারে একটি চিঠি ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, খুব শিগগিরই এ ব্যাপারে এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হবে। তবে একাধিক এজেন্সি লিড এজেন্সি তৈরি করে মোট দেড়শ হাজি হজে পাঠাতে পারবে।

চলতি বছর ৯৬৮ এজেন্সিকে হজে হাজি  পাঠানোর অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ এজেন্সিগুলো ৫০ জন যাত্রী হলেই হজযাত্রী পাঠানোর দাবি জানিয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!