এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাইক্রোবাস খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের দূর্ঘটনার হটস্পট নামে পরিচিত জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ঢাকা চকবাজার এলাকার আবু বক্করের মেয়ে মিনার শারমিন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে মেহেক ইসলাম (১৬), একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে ফারিহা সিদ্দিক (২২), একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী নুরজাহান (৪৭), একই এলাকার ইয়াসিন আরাফাতের স্ত্রী ফাতেমা (৩২), ছেলে আরাফাত (৬), আহত অপরজন নোমান (২০) কুমিল্লা জেলার লালমাই থানার কাছিয়া পুকুরিয়া গ্রামের মৃত ইয়াকুবের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি দুটি মাইক্রোবাস ১০ মিনিটের ব্যবধানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে উভয় গাড়ির ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে একটি মাইক্রোবাস ঢাকা থেকে অপরটি কুমিল্লা থেকে কক্সবাজারে যাচ্ছিলেন বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস ২টি উদ্ধার করে হাইওয়ে হেফাজতে আনার প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ঈদের দিন সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে।