- Lohagaranews24 - http://lohagaranews24.com -

দুর্ঘটনায় আহতদের কাছে মিললো অর্ধকোটি টাকার হিরোইন

275
নিউজ ডেক্স : রাজশাহীর তানোরে শুক্রবার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনের কাছে থেকে মিলেছে ৪শ’ গ্রাম হেরোইন। হাসপাতালে তাদের দেখতে গিয়ে ১শ’ গ্রাম হেরোইনসহ আটক হয়েছেন আরেক মাদক ব্যবসায়ী।
উদ্ধার হওয়া ৫শ’ গ্রাম হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার সময় একটি কোটার মধ্যে ওই ৪শ’ গ্রাম হেরোইন পায়।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরআলাতলী গ্রামের আতাউর রহমানের ছেলে হাজিকুল ইসলাম (৩৯) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের কাউছার আলীর ছেলে তসলিম উদ্দিন (৩২)। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। অপরদিকে, আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে গিয়ে ১শ’গ্রাম হেরোইনসহ আটক হন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানিকচক গ্রামের সহিবুর রহমানের ছেলে আব্দুল হালিম (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তানোর-মুণ্ডুমালা সড়কের ফায়ার সার্ভিস অফিসের পশ্চিমে পাইকড়তলা ব্রিজ এলাকায় তানোর থেকে আমনুরাগামী যাত্রীবাহী বাসকে সাইড দেয়ার সময় মোটরসাইকেলটি ওই ব্রিজের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, থানায় দুটি মামলা হয়েছে। আহতদের পুলিশি হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আছে। -ইত্তেফাক