নিউজ ডেক্স : দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০১৯ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন যৌথ স্বাক্ষরে সকল ইউনিট কমিটি বাতিল ঘোষণা করেছিলেন। পরদিন ১০ ডিসেম্বর কমিটি বিলুপ্তকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহতও হন। সংঘর্ষের পর বিলুপ্তকৃত সকল সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেয় কেন্দ্র। -দৈনিক আজাদী

এদিকে ইউনিট কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সকল থানা, পৌরসভা ও কলেজ কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুমোদন দিয়েছেন।
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ বলেন, দ্রুত সময়ের মধ্যে রাজপথের পরীক্ষিত সৈনিকদের দিয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নতুন করে সকল ইউনিট কমিটি গঠন করা হবে।