আন্তর্জাতিক ডেক্স : তুরস্কে উচ্চগতির একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। রাজধানী আঙ্কারা শহরের কাছে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও প্রায় অর্ধশত জন। এক সংবাদ সম্মেলনে আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন এ কথা জানান।
আঙ্কারার গভর্নর জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় দুর্ঘটনা ঘটে। এতে ৪৬ জন যাত্রী আহত হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা আনদালু জানায়, আঙ্কারার মার্সান্ডিজ স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের একটি ওভারব্রিজে আছড়ে পড়ে। এতে ব্রিজের একটি অংশ দুটি বগির ওপর পড়ায় বগি দুটি বিধ্বস্ত হয়। সূত্র : সিএনএন