- Lohagaranews24 - http://lohagaranews24.com -

তিন হাজার ছিন্নমূল শিশুর শিক্ষার দায়িত্বভার নিলেন ড. নদভী এমপি

Final Pic-002

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী  তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত রহিমা খাতুন ছিন্নমূল শিশু শিখন কেন্দ্রের মাধ্যমে লোহাগাড়া উপজেলার দুর্গম এলাকার শিক্ষা বঞ্চিত তিন হাজার শিশুর শিক্ষার দায়িত্বভার নিয়েছেন। ৮৫টি ছিন্নমূল শিশু শিখন কেন্দ্রের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

গত ২৮ নভেম্বর মঙ্গলবার রহিমা খাতুন ছিন্নমূল শিশু কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রের চেয়ারম্যান আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য এমপি নদভী পতœী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। একইদিন লোহাগাড়া উপজেলা মিলনায়তনে শিক্ষা বঞ্চিত ছিন্নমূল শিশু ও শিক্ষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন  রহিমা খাতুন ছিন্নমূল শিশু শিখন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু রোমেল, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ও লোহাগাড়া বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক কলামিস্ট অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ শফিকুর রহমান, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী।

Final pic-003
রহিমা খাঁতুন শিশু শিখন কেন্দ্রের স্কুল কোর্ডিনেটর মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাহাব উদ্দিন,লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ রাশেদুল হক,লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা কহিনুর আকতার ও সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল ।এছাড়াও রহিমা খাতুন শিশু শিখন কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

ড. নদভী এমপি’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।