
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে আতশবাজির আগুনে ভস্মীভূত হয়েছে তিনটি বসতবাড়ি। উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে হ্নীলা মৌলভীবাজারের উত্তর রোজারঘোনা এলাকায় রাহমত করিমের এনগেজমেন্ট অনুষ্ঠানের আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়।
এতে আব্দুস শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও মৃত আমির হোসেনের ছেলে আব্দু শুক্কুরের বাড়িসহ তিনটি বসতবাড়ি পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ৭/৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে এমনটাই জানান আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর প্রতিবেশীরা।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে ইউপি মেম্বার বশির আহমদ জানান, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি প্রয়োজনীয় সহযোগিতা ও নগদ অর্থ প্রদান করেন। -আজাদী অনলাইন