Home | ব্রেকিং নিউজ | টিকটক করায় তিন ছাত্রীকে বহিস্কারের নোটিশ

টিকটক করায় তিন ছাত্রীকে বহিস্কারের নোটিশ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয়ে টিকটক করায় তিন ছাত্রীকে বহিস্কারের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ নভেম্বর) বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে এই নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি বিদ্যালয়ে অধ্যয়নরত একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছে।

জানা যায়, বিদ্যালয়ের ভেতর টিকটক করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসেন। পরবর্তী বিদ্যালয় কর্তৃপক্ষ অষ্টম ও নবম শ্রেণীর তিন ছাত্রীকে চিহ্নিত করেন। তাদেরকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়। এরপর থেকে ওই ছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে।

চুনতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার দাশ জানান, টিকটক করার অভিযোগে বিদ্যালয়ের তিন ছাত্রীকে বহিস্কার করার বিষয়টি অস্বীকার করেন। তবে অভিযুক্ত ছাত্রীদেরকে তাদের অভিভাবকদের সাথে নিয়ে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে। ভবিষ্যতে কোন শিক্ষার্থী যেন বিদ্যালয়ে এসে এসব করার সাহস না পায়।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, চুনতি উচ্চ বিদ্যালয়ে টিকটক করায় তিন ছাত্রীকে বহিস্কারের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অবগত করেননি। শ্রেণিকক্ষে বহিস্কারের নোটিশ জারি করে থাকলেও পরবর্তীতে বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য নোটিশ দিতে বলা হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইনামুল হাছান জানান, টিকটক করায় বিদ্যালয়ের তিন ছাত্রীকে বহিস্কারের বিষয়টি শিক্ষকরা তার সাথে আলাপ আলোচনা করে নাই। এভাবে শিক্ষার্থীদের বহিস্কার করা যাবে না। শিক্ষার্থীরা বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে অভিভাবকদের ডেকে এনে অবগত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!