মঙ্গলবার দুপুরে শেরে-বাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৬১টি জেলায় মোট কেন্দ্র ৯১৫টি। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজেস্ট্রেট থাকবেন। এছাড়া র্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে। জনপ্রতিনিধিরা ভোট দেওয়ার কারণে ভেতরের নিরাপত্তাই বেশি জোরদার করা হচ্ছে।
মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, নির্বাচনের গোপনীয়তা রক্ষার্থে ভোটাররা মোবাইল ফোন, ঘড়ি অর্থাৎ স্ক্যান করা যায় এমন কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ভোট কক্ষের গোপনীয়তা যাতে বজায় রাখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে নির্বাচনী মালামাল পৌঁছে দেয়া হয়েছে। ভোটারের সংখ্যা কম হওয়ায় রাতে মালামাল কেন্দ্রে দেয়া হবে না। সকাল ৭টার মধ্যে কেন্দ্রে চলে যাবে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে পারবো।
উল্লেখ্য, প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর)।