_______কাজী মোহাম্মদ শাহজাহান_______
ক্ষমতার মারপ্যাঁচে জানুয়ারী পাঁচ
তাকে ঘিরে তোলপাড় দিন ক্ষণ মাস ।

কেউ তারে পালবে,কেউ দেবে ছাড়
মাঝখানে জনতা ভেঙে চুরমার ৷
পাঁচে বাঁচে কেউ কেউ,পাঁচে মারে ছক্কা
পাঁচটারে ধরে কেউ পেতে চায় রক্ষা ৷
আরও এক আছে পাঁচ,মে তার নাম
শেষরাতে কুপোকাত,খেলা ধুমধাম ৷
ক্ষমতার মারপ্যাঁচে জানুয়ারী পাঁচ
মাঝে মাঝে অগ্নি,পাই কড়া আঁচ ৷