Home | শিক্ষাঙ্গন | জাতীয়করণের তালিকায় লোহাগাড়ার গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় সহ আরো ৩ প্রতিষ্ঠান

জাতীয়করণের তালিকায় লোহাগাড়ার গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় সহ আরো ৩ প্রতিষ্ঠান

17098614_395108324182098_1249298130314459320_n

নিউজ ডেক্স : জাতীয়করণের তালিকায় যুক্ত হলো আরও চার প্রতিষ্ঠান। জাতীয়করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় সম্মতি পেয়েছে চারটি স্কুল। ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর একান্তসচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিটি শিক্ষা সচিবকে পাঠানো হয়েছে।

নতুন ৪টি স্কুল হলো- সিলেটের বিয়ানীবাজারের পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়। সিলেটের গোপালগঞ্জের এম.সি একারডমি (মাহমুদ চৌধুরী একাডেমি)। মাদারীপুরের শিবচরের শেখ ফজিলাতুন্নেছা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম লোহাগাড়ার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী  মডেল উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠানগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সরেজমিন পরিদর্শণ করা হবে শিগগিরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!