এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ঈদের তৃতীয় দিনেও বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অন্যজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

অপরদিকে, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাঙ্গালিয়া বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি মাইক্রোবসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে নারী-শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দূর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ঈদের দিন সকালে একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। পরদিন ১০ মিনিটের ব্যবধানে নিয়ন্ত্রণ হারিয়ে কক্সাবাজারমুখি দুইটি মাইক্রোবাস খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন।