এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
জানা যায়, গত ১৫ ডিসেম্বর আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দাতা প্রতিনিধি পদে মামুনুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, অন্যরা হলেন সেলিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, নাজিম উদ্দীন, মহিলা অভিভাবক সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় আইরিন সুলতানা, শিক্ষক প্রতিনিধি আবু আবদুল্লাহ আইয়ূব আমিরী, আবদুস সবুর ও মহিলা শিক্ষক প্রতিনিধি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় স্বপ্না রানী দাশ নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।