Home | শিক্ষাঙ্গন | চুনতি মহিলা কলেজসহ ২৭১ কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন

চুনতি মহিলা কলেজসহ ২৭১ কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন

123

নিউজ ডেক্স : সরকারিকরণে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেল ২৭১ কলেজ। এর আগে গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়। ৮ আগস্ট প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন দরকার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন।  একটি বিশেষ সূত্র মারফত একটি তালিকা দৈনিক শিক্ষার হস্তগত হয়েছে।

সূত্র- দৈনিক শিক্ষা

p2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!