Home | ব্রেকিং নিউজ | চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে সুফল মিলছে ‘সুফল’ প্রকল্পের

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে সুফল মিলছে ‘সুফল’ প্রকল্পের

এলনিউজ২৪ডটকম : টেকসই বন ও জীবিকা বা সাসটেইনেবল ফরেস্ট এন্ড লাইভলিহুড (সুফল) প্রকল্পে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন লোকজন। এই রেঞ্জের অধীনে রয়েছে তিনটি বিট। চলতি অর্থ বছরে সুফল প্রকল্পের আওতায় হয়েছে ১৩০ হেক্টর পশু আবাসস্থল উপযোগী বাগান ও কমিউনিটি ডেভেলপমেন্টের ১৭টি প্রজেক্ট যা ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। এছাড়া চলতি মাসে এই প্রকল্পের আওতায় ৪৫৫ জনকে ঋণ বিতরণ করা হবে। প্রকল্পটির লক্ষ্য বনকেন্দ্রিক জনগোষ্ঠীর বননির্ভরতা কমিয়ে আর্থসামাজিক উন্নয়ন ঘটানো, বন্যপ্রাণী সংরক্ষণ, বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি ও টেকসই বন ব্যবস্থাপনা।

জানা যায়, টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়নের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বনববিভাগ ‘টেকসই বন ও জীবকা (সুফল)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়। বর্তমানে চলমান আছে। সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন এবং বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, বনের উপর সরাসরি নির্ভরশীলতা হ্রাসসহ বনজ সম্পদ উজাড় রোধ ও বন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প জীবিকা উন্নয়নের লক্ষ্যে সুফল প্রকল্পটি নেয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন বনের ভিতরে ও বাইরে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, অন্যদিকে অতিদরিদ্র ও বিপদাপন্ন নারীসহ সাধারণ জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

স্থানীয় কুলসুমা বেগম জানান, দক্ষিণ চুনতি রহমানিয়া পাড়ার লোকজন গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যায় ছিলেন। পার্শ্ববর্তী গ্রাম থেকে সুপেয় পানি এনে পান করতে হতো। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ব্যবস্থাপনায় সুফল প্রকল্পের অর্থায়নে রহমানিয়া পাড়ায় সার্বমাসিবল টিউবওয়েল স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করেছে চুনতি সহ–ব্যবস্থাপনা নির্বাহী কমিটি আজিজনগর ভিলেজার পাড়া ভিসিএফ। এই টিউবওয়েল স্থাপনা হওয়ায় পুরো এলাকাবাসী উপকৃত হচ্ছেন।

শিক্ষার্থী তছলিমা বেগম জানান, সুফিনগর এলাকায় গ্রামীণ সড়ক দিয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যান। কালভার্ট না থাকায় বর্ষাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া–আসা করতে চরম দুর্ভোগ পোহাতে হত। সুফল প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণ করায় অনেক উপকৃত হয়েছি।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, চলতি অর্থ বছরে সুফল প্রকল্পের অধীনে ১৩০ হেক্টর বন্যপ্রাণীর আবাসস্থল উপযোগী বাগান করা হয়েছে। এরমধ্যে রোপণ হয়েছে আমলকি, হরিতকি, বহেরা, চাপালিশ, কালো জাম, ঢাকি জাম, সোনালো ও গর্জনসহ বিভিন্ন প্রজাতি গাছ। এছাড়া এই প্রকল্পের আওতায় ৪৫৫ জনকে ঋণ বিতরণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মোটকথা বন নির্ভরশীল মানুষকে স্বাবলম্বী করতে সুফল প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সহ–ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার কামাল জানান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ এলাকায় সুফল প্রকল্পের অধীনে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে কমিউনিটি ডেভেলপমেন্টের ১৭টি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৫টি কালভার্ট, ২টি ব্রিকসলিং রোড, ৫টি সার্বমাসিবল টিউবওয়েল, ৩টি অগভীর নলকূপ, ১টি টয়লেট ও ১টি ফুট ব্রিজ। এলাকাবাসীর সুবিধার্থে বহুমুখী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অল্প বাজেটের মধ্যে খুবই সুন্দর ও টেকসইভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজগুলো সম্পন্ন হয়েছে। সুফল প্রকল্পের অধীনে এমন কাজ অন্যকোনো রেঞ্জে হয়েছে কিনা জানা নেই। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তার স্বচ্ছতা আর তদারকির কারণে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন হয়েছে। এছাড়া এই রেঞ্জের অধীনে ৫টি ভিলেজ কনজারভেশন ফোরাম (ভিসিএফ) রয়েছে। প্রতিটি ভিসিএফ থেকে ৯১ জন করে ৪৫৫ জনকে ৪২ হাজার টাকা করে সুদবিহীন ঋণ দেয়া হবে। যারা বনের উপর নির্ভরশীল, তারা এই ঋণ নিয়ে নতুন কর্মসংস্থার সৃষ্টি করবে। ফলে রক্ষা পাবে বন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দারিদ্র বিমোচন ও জীববৈচিত্র উন্নয়নের জন্য সুফল প্রকল্প। চুনতি অভয়ারণ্য রেঞ্জে ৫টি ভিসিএফ রয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিডিএফ) ও লাইভলি হুড প্রোগ্রাম (এলডিএফ) আওতায় কোথায় কোন কোন প্রজেক্টের চাহিদা আছে সেই অনুযায়ী তালিকা দেন তারা। যাচাই–বাচাই করে সেই অনুযায়ী অনুমোদন দেয়া হয়। সুফল প্রকল্পের মাধ্যমে বনের ওপর নির্ভর না হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে হচ্ছে শত শত নারী পুরুষ। ফলে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে বন ও জীববৈচিত্র্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!