চুনতির ঐতিহ্যবাহী খান-সিদ্দিকী পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) চুনতি ডেপুটি বাড়িতে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন মুশফিকা রেজা সিদ্দিকা তিথি ও মোহাম্মদ ইনজামাম খান লাবিব।

শুভ উদ্বোধন ঘোষণা করেন বংশের বয়োজ্যেষ্ঠ মুরব্বি প্রফেসর আমিন আহমদ খান (জুনু মিয়া)। ফজর নামাজের পর কোরআন খতম ও দোয়ার মাধ্যমে দিনের কর্মসূচি আরম্ভ হয়। আয়োজকদের পক্ষ থেকে জে ইউ এম বাবর হোসাইন সিদ্দিকীর স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন এ পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খান, সদ্য ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোহিত উল আলম, ইসলামি ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, ইসলামি ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের বর্তমান ভিসি ড. মোহাম্মদ আলী আজাদী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাক্তার উমর ফারুক ইউসুফ, ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ এফসিএমএ, ওয়ার্ল্ড ব্যাংকের লীড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট সুরাইয়া জান্নাত খান এফসিএ, দেশবরেণ্য শিল্পী গীতিকার সুরকার ও কর্পোরেট ব্যক্তিত্ব নকিব খান, খলিলুর রহমান খান, মুছা রেজা সিদ্দিকী, ড. নাসের রহমান, ডেপুটি এটর্ণি জেনারেল ও সাবেক লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, ডাক্তার নওশাদ আহমেদ খান, ডাক্তার সাইফুল্লাহ খান, এডভোকেট সিরাজুল হক খান, ডাক্তার প্রফেসর সাদেক সাইফুর রহমান, আনিসুর রহমান খান, আরিফুর রহমান খান, আমিনুর রহমান খান, মিনহাজ উদ্দিন খান রুবায়েত, মুশতারি খান, ইউ এন কর্মকর্তা নাফিস আহমেদ খান রজত, বাংলাদেশ পুলিশের ডিসি শাকিলা সুলতানা মিতু সহ আরও অনেকে।
দিনব্যাপী নানা আয়োজনে দূর দূরান্ত থেকে আগত খান-সিদ্দিকী পরিবারের সদস্যদের মুখর উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিলো লক্ষণীয়। বাচ্চাদের খেলাধুলা, আকর্ষণীয় র্যাফেল ড্র সহ নানা আয়োজনে দিনটি প্রাণবন্ত হয়ে উঠে। কমেন্টস বুকে উপস্থিত পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতিগুলো লিপিবদ্ধ করে রাখেন। সবশেষে বংশের আপর বয়োজ্যেষ্ঠ মুরব্বি সিরাজুল আরেফিন সিদ্দিকী’র সমাপনী বক্তব্যের মাধ্যমে এ বিশাল পারিবারিক আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খান তাঁর বক্তব্যে আগামী দিনে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য একটি ফাউন্ডেশন গঠন ও দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসাসেবা পূণরায় আরম্ভ করার পরিকল্পনা তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে সার্বিক কার্যক্রমে নেতৃত্ব দেন বাহার উদ্দিন খান, ছৈয়দ উদ্দিন সিদ্দিকী, ফয়েজ উদ্দিন খান, রাশেদ আহমদ খান, নাজেম উদ্দিন সিদ্দিকী, মাহমুদুর রহমান সিদ্দিকী তোয়াফ, কাওসার সিদ্দিকী মিঠু, মিজানুর রহমান সিদ্দিকী রাজিন সহ দুই পরিবারের সন্তানেরা। -প্রেস বিজ্ঞপ্তি