এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও এলাকাবাসী।
সোমবার ( ১৯ আগস্ট) বিকেলে চুনতি মুন্সেফ বাজার হয়ে ছাত্র-জনতার মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বহু ছাত্র জনতা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এসময় চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগান দেন তারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে জয়নুল আবেদীন জনু চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মধ্যদিয়ে পরিষদ পরিচালনা করেছেন। সরকারি বৃক্ষ নিধন, পাহাড় কাটা, মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে। অভিযুক্ত চেয়ারম্যানকে দ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি । নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি আন্দোলনকারীরা।