এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের দু’তরুণ কক্সবাজার জেলার রামু থানার ইসলামপুর ফুলছড়ি নতুন অফিস এলাকায় ২১ এপ্রিল শুক্রবার বিকেল পৌনে ৫টায় সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহতরা হলেন চুনতি বনপুকুরের আইয়ুব ড্রাইভারের পূত্র মূসা (১৮) ও আলি আহমদ সওদাগরের এর পূত্র আকিবুর রহমান তারেক (১৯)। নিহত আকিবের মামা লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আলম জিকু বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডুলাহাজারা মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ তারেককে মৃত ঘোষণা করেন। গুরতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকিব ও মুসা মোটরসাইকেল (ঢাকা-মেট্রো-ল-২১-০১২৮) যোগে কক্সবাজার ভ্রমণে গিয়েছিল। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে কক্সবাজারমুখী প্রাইভেট নোয়াহ গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-৩৭৯১) তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারেক মারা যায় বলে জানা গেছে। দূর্ঘটনা কবলিতা গাড়ি দুটি মালুমঘাট হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, দূর্ঘটনার খবর নিহতদের এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।