ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চুনতিতে ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের সমাপনী দিবস কাল

চুনতিতে ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের সমাপনী দিবস কাল

296

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৪৮তম মাহফিলে সীরতুন্নবী (সাঃ)’র আজ ৭ ডিসেম্বর শুক্রবার সমাপনী দিবস। সমাপনী দিবস সকাল ৯টায় শুরু হয়ে শনিবার ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। চুনতি শাহ্ মঞ্জিলস্থ সীরত ময়দানে এ মাহফিল চলছে।

দিবসের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব শাহ্ মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল্ মাদানী। ওয়ায়েজ করবেন ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমা’র পূর্ব আলোচক আলহাজ্ব মাওলানা খন্দকার মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার, ঢাকার মাগবাজার নয়াটোলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. মাওলানা সাদেকুর রহমান আল আজহারী, ঢাকার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জাকারিয়া আল হোসাইনি ও অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি।

সমাপনী দিবসে দেশের বিশিষ্ট ওয়ায়েজীন ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও সরকারী-বেসরকারী, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন।

এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগদান করার জন্য সীরত কমিটির সভাপতি শাহ্ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা আব্দুল মালেক ইবনে দীনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!