এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বনপুকুর এলাকায় আজ বুধবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া পিকআপের দু’যাত্রী আহত হয়েছে। তবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি দল উদ্ধার তৎপরতা অব্যাহত চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
