এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর আরেকজন আহত হয়েছেন। আজ ২২ নভেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। দোহাজারী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোঃ ইসমাঈল (২১) পার্বত্য লামা উপজেলার আজিজনগর মিশন পাড়ার মোঃ ইব্রাহিমের পুত্র। আহত মোঃ হোছাইন ওই এলাকার কবির আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী নুরুল আলম রাজা জানান, ঘটনাস্থলে চট্টগ্রাম শহরমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহীকে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইসমাইল নিহত ও হোছাইন আহত হন।
তিনি আরো জানান, তারা এক সাথে আজিনগর থেকে মোটরসাইকেল যোগে চুনতি সীরত মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহত হোছাইনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটি আটকের তৎপরতা চলছে বলে জানিয়েছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।