ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চা-চক্রে রাজনৈতিক আলোচনা হয়নি : বি চৌধুরী

চা-চক্রে রাজনৈতিক আলোচনা হয়নি : বি চৌধুরী

19054052_pic

নিউজ ডেক্স : যুক্তফ্রন্ট ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনৈতিক কোনো বক্তব্য হয়নি। শুধু চা চক্রই হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে কথা বলেছেন।

আজ শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে চা-চক্র যোগদান শেষে বের হয়ে সাংবাদিকদের এ তিনি কথা বলেন।

বি চৌধুরী বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে বসেছিলেন, নির্বাচনের পর আবার বললেন। চা খাওয়া ও কুশল বিনিময়ই মূল বিষয় ছিল।

এর আগে বিকেল ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাড়ির দক্ষিণের সবুজ লনের এই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দলসহ ১৪ দলীয় জোট, মহাজোট ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হন।

অতিথিদের বসার জন্য গণভবনের সবুজ লনে চেয়ার, টেবিল, মোড়া, মাদুরের ব্যবস্থা করা হয়। নানা খাবারে আপ্যায়িত করা হয় অতিথিদের। ফুচকা, চটপটির জন্য আলাদা আলাদা টেবিল রাখা হয়। পিঠার টেবিলে ছিল পাটিসাপটা, ভাপা, চিতই, পুলি প্রভৃতি। ছিল বিভিন্ন ধরনের কাবাব, নানরুটি, পরোটা। এছাড়া নানা ধরনের শরবত, কফিও ছিল।

প্রধানমন্ত্রী গণভবনের মাঠে আসেন বিকাল ৪টার পরে। তিনি লনে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!