______ফিরোজা সামাদ______
অঝোর ধারায় বৃষ্টি তুমি
কেনো অাসো হায়,
ঝরলে তুমি হাওরবাসীর
কপাল পুড়ে যায় !!
ঝরতে তোমার নেই মানা
সময় হলে ঝরো,
হাওরবাসীর জন্যে না হয়
একটু দয়া করো !!
অতল জলে বসত ওদের
মুখে নেই খাবার ,
তাইতো ওদের বক্ষজুড়ে
শুধুই হাহাকার !!
কেউ শোনেনা কান্না ওদের
কানে দেয় তুলো,
চোখের জলের মূল্য নেই
যেনো অাত্মভুলো !!
বৃষ্টি তুমি যাওনা চলে
দূরে বহুদূরে ,
হাওরের বিল সবুজ হোক
সোনালি রোদ্দুরে !!
ওহে বন্ধু চলোনা যাই
হাওরবাসীর পাশে,
ওদের মুখে হাসি ফোটাই
অামরা মিলেমিশে !!