
ফাইল ছবি
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা রাজঘাটা ফকিরখিল এলাকায় ২৯ এপ্রিল সন্ধ্যায় থেকে ঘরে রক্ষিত ধান ও ক্ষেতের ফসল নষ্ঠ করেছে বন্যা হাতির দল। স্থানীয় বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার দিনগত গভীর রাতে বন্যহাতির দল সাজ্জাদ মিয়ার খামার বাড়িতে ঢুকে রক্ষিত ১৫/২০ বস্তা ধান খেয়ে ফেলে। এছাড়া ওই দিন সন্ধ্যায় ছন খোলাবিল, আবুল খাইয়েরের প্রজেক্ট ও ভুতের ডেবা এলাকায় প্রায় ৬/৭ কানি ফসলী ক্ষেত নষ্ট করে দেয় বলে জানা যায়।

স্থানীয় লোকজন বাজি ফাটিয়ে ও হৈ চৈ করে হাতির দলকে তাড়াতে সক্ষম হয়। তবে তারা আতংকের মধ্যে দিন যাপন করছে বলে জানা গেছে।
হাতির দল বর্তমানে টংকাবতী নদীর দক্ষিণে পুটিবিলা ইউনিয়েনের পহরচান্দা লাঠিকাটা এলাকায় অবস্থান করছে বলে জানা যায়।