নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আলো দাশ ওরফে রত্না (৪০) নামে এক নারী দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়। আলো দাশ নগরের পাঁচলাইশ থানার কাপাসগোলা বাবু কলোনি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম নারায়ণ দাশ।
পুলিশ জানিয়েছে, আটক রত্না বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা ও নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি বিভাগ থেকে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।