নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি ইনস্টিটিউট এলাকার পানির পাম্পের পেছনের টিলা থেকে ছেনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছেনোয়ারা বেগম রাউজান উপজেলার দক্ষিণ গহরার বাসিন্দা। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ছেনোয়ারার পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেছে। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।