Home | শিক্ষাঙ্গন | চবিতে ৩৯জন পাচ্ছেন পিএইচডি-এমফিল ডিগ্রি

চবিতে ৩৯জন পাচ্ছেন পিএইচডি-এমফিল ডিগ্রি

cu-jobs20160615111402

নিউজ ডেক্স : বিভিন্ন গবেষণার জন্য ১০ জনকে পিএইচডি, ২৯ জনকে এমফিল ও একজনকে এমএস ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বৃহস্পতিবার (১০ মে) সকাল ১০টায় উপাচার্যের দপ্তরের সভা কক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের ২৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমেদ, বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ডিনরা উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে গবেষণা করায় ১০ জনকে পিএইচডি, ২৯ জনকে এমফিল ও একজনকে এমএস ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ডিন এবং বিভাগের সভাপতিরা তাদের মতামত তুলে ধরেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!