নিউজ ডেক্স : চন্দনাইশ থানা পুলিশ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে পুলিশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর ২নং ওয়ার্ড খুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আবদুর রহমান (৫০) ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চন্দনাইশ থানার এএসআই তসলিমের নেতৃত্বে একদল পুলিশ উত্তর হাশিমপুর খুনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় এলাকার আবদুর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে পুলিশ ওই বাড়ি থেকে ২টি লম্বা চোরা, ২টি চাপাতি, ১টি ধামা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে।
এ ব্যাপারে পুলিশ ধৃত আবদুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে আজ বুধবার (২১ আগস্ট) তাকে আদালতে চালান দিয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্ত্তী অস্ত্র ও ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।