এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া- সাতকানিয়া) আসনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন জামায়াত নেতা মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
বুধবার (২৮ নভেম্বর) একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার সারাদিন লোহাগাড়া-সাতকানিয়ায় জামায়াত প্রার্থী নিয়ে চলে নানা কল্পনা-ঝল্পনা।
জামায়াত ইসলামীর কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে দলটির নায়েবে আমীর সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলামের মনোনয়ন নিশ্চিত করে সর্বোচ্চ ফোরাম।
জানা গেছে, বিএনপির মহসচিব সাক্ষরিত ধানের শীষ প্রতীকের চিঠি গ্রহণ করেছেন মাওলানা শামসুল ইসলামের প্রতিনিধি।