এলনিউজ২৪ডটকম : দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ঈগল প্রতীক পেয়েছেন ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নৌকা প্রতীক পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট। এছাড়া মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি প্রতীক ৩৬১ ভোট, মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি প্রতীক ১৫০ ভোট, মোহাম্মদ ছালেম লাঙ্গল প্রতীক ৩৮০ ভোট, মোহাম্মদ হারুন মিনার প্রতীক ২৯৮ ভোট ও মো. জসিম উদ্দীন ছড়ি প্রতীক ৮৬ ভোট পেয়েছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলায় ৯টি ইউনিয়নে ৬৭টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩ হাজার ৮৬৭ জন ভোটার। ভোটের হার ২৪.০৯ ভাগ। স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ঈগল প্রতীক পেয়েছেন ৩৯ হাজার ১৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নৌকা প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৬১ ভোট। এছাড়া মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি প্রতীক ১৫১ ভোট, মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি প্রতীক ৯৭ ভোট, মোহাম্মদ ছালেম লাঙ্গল প্রতীক ২২৬ ভোট, মোহাম্মদ হারুন মিনার প্রতীক ১৪৮ ভোট ও মো. জসিম উদ্দীন ছড়ি প্রতীক ৩৬ ভোট পেয়েছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, সাতকানিয়া ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯০টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৮৫ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৩ হাজার ৮৪৪ জন ভোটার। স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ঈগল প্রতীক পেয়েছেন ৪৬ হাজার ৪৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নৌকা প্রতীক পেয়েছেন ২৫ হাজার ১৯১ ভোট। এছাড়া মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি প্রতীক ২১১ ভোট, মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি প্রতীক ৫৩ ভোট, মোহাম্মদ ছালেম লাঙ্গল প্রতীক ১৫৪ ভোট, মোহাম্মদ হারুন মিনার প্রতীক ১৪৬ ভোট ও মো. জসিম উদ্দীন ছড়ি প্রতীক ৫০ ভোট পেয়েছেন।