নিউজ ডেক্স : চট্টগ্রাম বন্দরে একটি কাগজের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বন্দরের ৪ নম্বর গেইট এলাকার ওই গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাসিম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে ওই গুদামের কাগজপত্র ও যন্ত্রপাতিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।