নিউজ ডেক্স : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বিদেশি জাহাজে শিপিং এজেন্ট জিবিএক্স লজিস্টিক্স লিমিটেডের পাঠানো বোটের মাঝির ব্যাগে বিদেশি মদ ধরা পড়ার পর এ নির্দেশনা দেয়া হলো।
কয়েকটি নির্দেশনা দিয়ে ট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একচি চিঠি দিয়েছে। চিঠিতে এজেন্ট মনোনীত ছাড়া কাউকে বিদেশি জাহাজে না পাঠানো, ছোট নৌযান পাঠানোর সময় বন্দরের রেডিও কন্ট্রোলকে অবহিত করা, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন বা বিপজ্জনক পণ্য বিদেশি জাহাজ থেকে স্থলে পরিবহনে বিরত থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘ওই ঘটনা ছোট মনে হলেও যে কেউ বিদেশি জাহাজে গেলে নিরাপত্তার সংকট হতে পারে। এজন্যই শিপিং এজেন্টগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা সংবলিত চিঠি দেওয়া হয়েছে।’
গত ৯ ফেব্রুয়ারি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত এমভি ওয়েল লঙ্কা জাহাজে সংশ্নিষ্ট শিপিং এজেন্ট জিবিএক্স লজিস্টিক্সের পাঠানো নৌযান তল্লাশি করে পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।