Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম নগরীর মাইল্যার বিল বস্তিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর মাইল্যার বিল বস্তিতে অগ্নিকাণ্ড

fair20170102130818

নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাইল্যার বিল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া আগুনে একটি মসজিদ, একটি ফোরকানিয়া মাদরাসা, ২০টি ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে।

রোববার দিনগত রাত সোয়া একটার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বিশ্বান্তর বড়ুয়া।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, লামার বাজার, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৭টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!