নিউজ ডেক্স : চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়েছেন। আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম কলেজ হোস্টেল গেটে তার উপর হামলা হয়।
সবুজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা চট্টগ্রাম কলেজ গেইট থেকে চকবাজার গুলজার মোড় পর্যন্ত ২৫/২৬টি দোকান ভাঙচুর করেছে।