নিউজ ডেক্স : ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের গুরুত্বসহকারে দেখা উচিৎ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দেয়া কথাও বলেন তিনি।
বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০ টায় কক্সবাজারের লিংরোড-লবণী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। -পূর্বকোণ
ওবায়দুল কাদের বলেন, ‘শুধু কক্সবাজার নয়, সারাদেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের জোয়ার অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে আজ উন্নয়ন চলছে। কিছুদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকার খুবই গুরুত্বসহকারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের উপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার। ’
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সম্পাদক বলেন, ‘রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়েছে।’
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমান।