ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

নিউজ ডেক্স : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠ পদে বিএনপি-জামায়াতে ইসলামী সমর্থিত ১৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জাতীয়তাবাদী আইনজীবীরা জয় লাভ করেছে। অপরদিকে সভাপতিসহ বাকি সাতটি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। রবিবার দিনভর ভোটগ্রহণ শেষে গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার নাজমুল আহসান খান আলমগীর চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৬ জন আইনজীবী। ৩ হাজার ৭১৫ জন ভোট দেন। আওয়ামীপন্থী আইনজীবী পরিষদ থেকে বিজয়ী সভাপতি হলেন- শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

সিনিয়র সহ–সভাপতি পদে মোহাম্মদ ছুরত জামাল, সহ-সভাপতি পদে মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইয়াছিন খোকন, মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম, মো. নুরুল করিম এরফান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে হাসনা হেনা, তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে মো. রাশেদুল আজম রাশেদ জয়ী হয়েছেন।

নির্বাহী সদস্যের ১০টি পদে বিজয়ী হয়েছেন মো. লোকমান, মোহাম্মদ আলী ইয়াছিন, মুহাম্মদ আকিব চৌধুরী, এইচএস সোহরাওয়ার্দী, মোহাম্মদ এহছানুল হক, মো. এনামুল হক, হাসান কায়েস, ফারহানা রবিউল লিজা, সেলিনা আক্তার ও ইয়াসিন মাহমুদ তানজিল। -কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!