
নিউজ ডেক্স: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ৬টি আসন এখনো খালি রাখা হয়েছে। চট্টগ্রামে ঘোষিত ১০ জন প্রার্থীর মধ্যে পাঁচ আসনে নতুন মুখ, আর পাঁচটিতে টিকিট পেয়েছেন পুরোনোরাই।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

অন্যদিকে, আগের মতোই মনোনয়ন পেয়েছেন— চট্টগ্রাম-১ (মীরসরাই): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম।
নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থীদের পক্ষে এখন থেকেই নির্বাচনি প্রস্তুতি শুরু হয়েছে। মাঠপর্যায়ে গণসংযোগ ও যোগাযোগ কার্যক্রমও দ্রুত শুরু হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম থেকে যারা মনোনয়ন পেয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে যারা মনোনয়ন পাননি, তাদের বাড়ি বা বাসায় গিয়ে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কোলাকুলি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সকল বিভক্তি ও বিভেদ ভুলে গিয়ে সকল গ্রুপকে এক হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানাই। যারা দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যারা নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করবেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয় স্বার্থে সবাইকে ব্যক্তিগত অভিমান ভুলে একত্রে কাজ করতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. শাহেদ বলেন, যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একইসঙ্গে তাদের নেতাকর্মী ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানাই। নেতাকর্মী ও জনগণের সম্মান ও মূল্যায়ন করলে নেতাকর্মী ও জনগণও তাদের মূল্যায়ন করবেন। আমি যুব নেতা হিসেবে, যুবদলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করব। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner